ফেনীর সোনাগাজীতে ভাবীকে ভাগিয়ে বিয়ে করার ঘটনায় ৩৬ বছর পর দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, ১৯৮৫ সালে নাছির উদ্দিন (৬০) প্রেম করে তার ভাই মাহবুবের রহমানের স্ত্রী পেয়ারা বেগমকে (৫০) ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। ঘটনার পর মাহবুবের রহমান বাদী হয়ে তার ভাই ও স্ত্রীর নামে প্রতারণা মামলা দায়ের করেন। একই বছরের ৫ অক্টোবর তৎকালীন আদালতে ওই দম্পতির ১ বছর করে সাজা ঘোষণা হয়।
বিয়ের পর পলাতক থেকে নাছির উদ্দিন ও ফেয়ারা বেগম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় সংসার শুরু করেন। দীর্ঘ ৩৬ বছরের সংসারে তারা ৪ সন্তানের জন্ম দেন। ইতোমধ্যে তিন ছেলেকে বিয়েও দিয়েছেন ওই দম্পতি।
এদিকে মামলা ও পুলিশী অভিযানেও নিজের স্ত্রীকে ফেরৎ না পেয়ে মাহবুবুর রহমানও আরেকটি বিয়ে করে ফেনীর ফাজিলপুর ইউনিয়নে বসবাস শুরু করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাছির-ফেয়ারা দম্পতিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাছির সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।







