ফেনী ও পরশুরাম পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি এ বি এম আজাদ ফেনী ও পরশুরাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
ফেনী ও পরশুরাম পৌরসভা ছাড়াও এদিন চৌদ্দগ্রাম, বরুড়া, হাজীগঞ্জ, রামগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী একটি দৃষ্টিনন্দন, আধুনিক ও আদর্শিক পৌরসভা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন ফেনীর কৃতি সন্তান চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার দিদারুল আলম।

এদিকে শপথ গ্রহণ শেষে জনপ্রতিনিধিরা ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আয়োজনে চট্টগ্রাম শহরের লালখান মোড়ে একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে ফেনী ও পশুরাম পৌরসভার মেয়র এবং সকল কাউন্সিলরবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
এসময় সাংসদ নিজাম উদ্দিন হাজারী তাঁর বক্তব্যে সকল জনপ্রতিনিধিকে নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন। একই সাথে কোন ধরনের অনিয়ম, দূর্নীতি ও অপরাধে না জড়াতে হুঁশিয়ারি দেন।
মধ্যাহ্নভোজে পৌরসভার নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়াও তাদের স্বজন ও জেলা শীর্ষ স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা:আরএইচ/এইচআর







