আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের ২০২১-২২ রোটারি বর্ষর ১ম মিটিং ও এসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে ৯৭তম নিয়মিত সভা শেষে এসেম্বল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর প্রিন্সিপাল এইড রোটারিয়ান আবু যুবায়ের ভূঞা মুন্না। রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের সভাপতি হোসাইন আরমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটার্যাক্ট ক্লাব ফেনী গভ. কলেজের আরসিসি রোটারিয়ান মোশারফ হোসেন সেলিম।
এসেম্বলিতে স্পীকার হিসেবে ছিলেন রোটারি ক্লাব ঢাকা অবনির জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান শাহরিয়ার হোসাইন মজুমদার পিএইচএফ, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বর চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার্যাক্ট ক্লাব ফেনী গভ. কলেজের চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদ, পিপি নাজমুদ্দিন জিকু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগাম চেয়ারম্যান পিপি ওসমান গণি রাসেল। এতে ফেনীর বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অত্র ক্লাবে বোর্ড মেম্বারসহ সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা:আরএইচ/এইচআর







