রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিল্লাত গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর পদ্ম জোনের এসিন্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার।
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের সভাপতি হোসাইন আরমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বর চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদ, সাবেক সভাপতি নামুদ্দিন জিকু, ওসমান গনি রাসেল, আবুল হাসান বাহার ও ক্লাব সেক্রটারি আরিফ হাসনাত।
শেষে কেক কেটে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ জুলাই চার্টার প্রেসিডেন্ট সাইফুদ্দিন রাশেদের হাত ধরে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।
সম্পাদনা:আরএইচ/এইচআর







