করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের ফলে কর্মহীন পরিবহন শ্রমিকসহ অন্যান্য পেশাজীবিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে ফেনী পৌরসভার প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ও স্টারলাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, আন্তঃজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজম চৌধুরী প্রমূখ।
খাদ্য সহায়তা প্রাপ্ত সেলুন ব্যবসায়ী সুনীল মজুমদার জানান, চলমান লকডাউনে বেশ কিছুদিন যাবত আয় ইনকাম বন্ধ রয়েছে। আজ ফেনী পৌরসভার পক্ষ থেকে ১০ কেজি চাল, ১ কেজি করে চিনি, মসুর ডাল, বুটের ডাল, সয়াবিন ও লবন পেয়েছি। এমন উদ্যোগের জন্য তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন জানান, চলমান করোনা পরিস্থিতিতে অনেক পেশাজীবির আয় ইনকাম বন্ধ হয়ে গেছে। শনিবার ফেনী পৌরসভার পক্ষ থেকে সিএনজি শ্রমিক, বাস-ট্রাক শ্রমিক, রিকশা শ্রমিক, টমটম শ্রমিক, সেলুন শ্রমিক, ভ্যান গাড়ীর শ্রমিক ও বাদাম-ঝালমুড়ি বিক্রেতাদের মাঝে উপহার হিসেবে দুই হাজার ব্যক্তিকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।







