ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী ও সংরক্ষণের দায়ে পরান আইসক্রিম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার বিকালে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সোহেল চাকমা জানান, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন এলাকায় স্থাপিত আইসক্রিমের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করে বাজারজাত করা হচ্ছে। এসব আইসক্রিম খেয়ে ভোক্তারা পেটের পীড়াসহ নানা সমস্যায় ভোগছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ফেনী সদর উপজেলার বালিগাঁও সড়কের পরান আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরীর ও সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ফেনী সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা:আরএইচ/এইচআর







