ফেনীতে একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। বুধবার সকাল ৭টার দিকে সোনাগাজী সরকারী কলেজ রোড় এলাকা থেকে এঘটনায় দুইজনকে আটক ও মাদক পাচারের কাজে ব্যবহারিত প্রাইভেটকারটি (চট্ট- মেট্রো-গ-১১-৩৩২২) জব্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন চট্টগ্রামের খুলসি থানার টিপিপি কলোনীর বাসিন্দা আবদুর রহিমের ছেলে শফিকুর রহমান সম্রাট (২৬) ও পাহাড়তলী থানার সাগরিকা বঙ্গবাজ এলাকার নুরুল আলমের ছেলে মো, রনি (১৯)।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী সরকারী কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় একটি প্রাইভেটকারের সীচের নিচে সুকৌশলে লুকানো অবস্থা থেকে ৫ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৬ হাজার টাকা। এঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছে। পরে জব্দকৃত মাদক ও মাদকপ্রাচারের কাজে ব্যবহারিত প্রাইভেটকারসহ আটককৃত ব্যক্তিদের সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







