লিও জেলা পরিষদের মাস ব্যাপী ‘আই সাইট টেস্টিং ক্যাম্প’ এ অংশগ্রহণের ধারাবাহিকতায় ফেনী লিও ক্লাবের উদ্যোগে ফেনীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ও স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনাগাজী নবাবপুর ইউনিয়নের মজুপুরের তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন লিও জেলা ৩১৫ বি-২ বাংলাদেশের সভাপতি শারমিন জুয়াইরা জাহিদ।
ফেনী লিও ক্লাবের সভাপতি মুরাদ হাসনাত রাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন ও ফেনী লিও ক্লাব এডভাইজর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন রফিকুল হক নিপু, লায়ন্স ক্লাব অব ফেনীর সদস্য ও মজুপুর জনকল্যাণ পরিষদের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মামুন খান, লিও জেলা ৩১৫ বি২ এর সহ-সভাপতি মীর হোসেন মাসুদ, তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.পি পাল, ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি সৈয়দ রইসুল ইসলাম রিমন প্রমুখ।

ফেনী লিও ক্লাবের সভাপতি মুরাদ হাসনাত রাফি জানান, দিনব্যাপী চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে প্রায় ৫০০জন চক্ষু রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ ও ৪০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এছাড়াও স্কুল শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে ডায়বেটিস নির্ণয় ও ২০০ জন রোগীকে দাঁতের ট্রিটমেন্ট করা হয়। ফেনী লিও ক্লাবের পক্ষ থেকে ‘চক্ষু ও স্বাস্থ্য সেবা’ কে চলতি বর্ষে স্থায়ী প্রজেক্ট হিসাবে ঘোষণা করেন তিনি।
সম্পাদনা:আরএইচ/এইচআর







