আন্তর্জাতিক সেচ্ছ্বাসেবী সংগঠন রোটর্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় মাথিয়ারা হাজী আসলাম কন্ট্রাকটার দ্বীনিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের সাবেক সভাপতি রোটার্যাক্টর নাজমুদ্দিন জিকু, ক্লাব সভাপতি রোটা. হোসাইন আরমান, এডিটর রোটা. সাজ্জাদ হোসাইন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. শাহরিয়ার সায়েম, ক্লাবের সদস্য তাহসিন শাহরিয়ার, রবিউল হাসান অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগন।
ক্লাব সভাপতি হোসাইন আরমান জানান, রোটার্যাক্ট সর্বদা সমাজের কল্যাণে কাজ করে। তারই ধারবাহিকতায় আজকের এই আয়োজন। ইতিপূর্বে এই মাদরসায় ফেনীর রোটার্যাক্ট ক্লাবগুলোর উদ্যোগে শিক্ষাসামগ্রী, ফ্যান উপহার ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সম্পাদনা:আরএইচ/এইচআর







