ফেনীতে ধর্মীয় সহিংসতার ঘটনায় মো. ইমাম হোসেন আদর (১৮) ও মো. পারভেজ হোসেন বাবু (২০) নামের আরো ২ তরুণকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার রাতে আদর ও শনিবার রাতে বাবুকে আটক করা হয়। সিআইডি জানায়, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালায় সিআইডির একটি দল। এসময় জনসেবা হোটেলের পেছন থেকে ইমাম হোসেন আদরকে আটক করা হয়। আটককৃত আদর নোয়াখালীর সুধারাম উপজেলার খলিফার হাট গ্রামের বিডিবি শাহআলমের বাড়ির সিরাজ মিয়ার ছেলে। সে ফেনী শহরে উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাকে আদালতের নিকট সোপর্দ করার প্রস্তুুতি চলছে। এদিকে শনিবার রাতে মো. পারভেজ হোসেন বাবু (২০) নামের আরেক তরুণকে ফেনী শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে আটক করে সিআইডি। গতকাল রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত বাবু কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। তবে তিনি ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় বসবাস করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ১৬ অক্টোবর ফেনীতে হিন্দুুদের মন্দির ও দোকানে হামলা লুটপাটের ঘটনায় শনিবার রাতে আটককৃত বাবুকে রবিবার রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আটককৃত আদরকে আদালতের সোপর্দের প্রস্তুুতি নেয়া হচ্ছে। পুলিশ জানায়, ফেনীতে ধর্মীয় সহিংসতার ঘটনায় মডেল থানায় মোট চারটি মামলা হয়েছে। দুটি মামলা ফেনী থানা-পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ধর্মীয় সহিংসতার ঘটনায় ফেনীতে আরও ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি







