দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে মেম্বার পদে ভোটের ন্যায় চেয়ারম্যান পদেও প্রতিদ্ব›িদ্বতামূলক নির্বাচন চান প্রার্থী রহমত উল্যাহ। বুধবার বিকালে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তার প্রার্থীতা ফেরৎ দিয়ে চেয়ারম্যান পদেও নির্বাচনের আহবান জানান তিনি।
বুধবার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী রহমত উল্যাহ জানান, তফসিল অনুযায়ী আমি রাজাপুর ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করি। ৩০ নভেম্বর যাছাই-বাছাই শেষে আমার স্বাক্ষর না থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করে রিটার্ণিং কর্মকর্তা। বিষয়টি জানতে পেরে আমি প্রার্থীতা ফিরে পেতে আপিল করি। রিটার্ণিং কর্মকর্তা আপিলেও আমার প্রার্থীতা বাতিল বহাল রেখে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নৌকা প্রার্থী জয়নাল আবেদীন মামুনকে চেয়ারম্যান ঘোষণা করেন। প্রার্থীতা ফেরৎ ও নির্বাচনের দাবী করে এ বিষয়ে আমি উচ্চ আদালতে আপিল করি। পরে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদুল হাসান তালুকদারের যৌথ ব্যাঞ্চ বেসরকারী ভাবে বিজয়ী চেয়ারম্যানের গ্যাজেট প্রস্তুত দুই মাসের জন্য স্থগিত করে সংশ্লিষ্টদেরকে রিটকারীর প্রার্থীতা কেন ফিরে পাবেন না তা জানানোর জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা বাস্তবায়ন করে দ্রæত প্রতিদ্ব›িদ্বতামূলক চেয়ারম্যান পদে নির্বাচনের আয়োজন করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
তবে দাগনভূঞা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, তফসিল অনুযায়ী রাজাপুর ইউনিয়নে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় নৌকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে বাতিলকৃত প্রার্থীর বিষয়ে এখন পর্যন্ত আমরা কোন নির্দেশনা পাইনি।







