ফেনী লায়ন্স ফ্যামেলি কার্যালয়ে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অঙ্গসংগঠন ফেনী মুহুরী লিও ক্লাবের ২০২২-২৩ লিওবর্ষের প্রেসিডেন্ট হয়েছেন লিও সাদমান ফুয়াদ ফারাবী।
শুক্রবার(১৭ জুন) ক্লাবের সভায় ক্লাবের চার্টার অ্যাডভাইজর, লায়ন্স জেলা ৩১৫ বি২, বাংলাদেশের এনভায়রনমেন্ট এন্ড রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ লিওবর্ষের প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও লায়ন্স জেলা ৩১৫ বি২, বাংলাদেশের সিনিয়র রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ।
ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও তাসিন সোবহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন্স আইপিপি ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী মুহুরী লিও ক্লাবের সেক্রেটারী লিও মেজবাহ উদ্দিন সোহাগসহ ক্লাবের লিও নেতৃবৃন্দ।
উল্লেখ্য, লিও সাদমান ফুয়াদ ফারাবী ২০২০-২১ লিওবর্ষে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ও ২০২১-২২ লিওবর্ষে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। একই সাথে, লিও ফারাবী হীরা বিস্কুট প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) হিসেবে দায়িত্বরত আছেন৷







