পরশুরাম প্রতিনিধি>>
ফেনীর পরশুরাম উপজেলার বাউখুমা গ্রামে একটি বাগানের অন্তত ২শ ফলন্ত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বাগানের মালিক রেজাউল করিম চৌধূরী জানান, বুধবার রাতে কে বা কারা বাগানে ঢুকে আমগাছ সহ প্রায় ২শ গাছ কেটে ফেলেছে। সকালে আশপাশের লোকজন তাকে খবর দিলে বাগানে এসে বিষয়টি জানতে পারেন। এঘটনায় তিনি পরশুরাম থানায় সাধারন ডায়েরী করেছেন। গাছগুলো কেটে ফেলায় তার অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
সম্পাদনা: এনকে
পরশুরামে বাগানের ২শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা







