ফেনীতে মহান বিজয় দিবস উপলক্ষে শতাধিক দুঃস্থ, অসহায় ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী। এসিআই মোটর্সের সৌজন্যে বৃহস্পতিবার রাতে ক্লাবের সদস্যরা একযোগে ফেনী শহরের ট্রাংক রোড, জেল রোড, স্টেশন রোড ও মহিপালসহ বিভিন্ন জনবহুল স্থানে ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনীর সদস্যবৃন্দ
এসময় ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী ওয়ারিওর আরমান হোসেন, ইকবাল হোসেন, শাহাদাত হোসেন ও সাফাতুল আলম পিংকলুসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী ইয়ামাহা শোরুমের স্বত্বাধিকার দেলোয়ার হোসেন প্রশংসিত এমন উদ্যোগে এগিয়ে আসায় এসিআই মটর্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এধরনের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
এসিআই কুমিল্লা জোনের এরিয়া ইনচার্জ নাঈম হোসেন জানান, মানবিক কর্মসূচিতে অংশ নিতে পেরে ভালো লাগছে। আগামীতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাড়ানোর পরিকল্পনা রয়েছে।