ইমনা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ আবাসন উদ্যোক্তা এম ফখরুল ইসলাম।
রোববার (১৯ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে তার হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এম ফখরুল ইসলাম ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফেনীর সোনাগাজীর কৃতি সন্তান।
এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে এম ফখরুল ইসলাম জানান, বিগত কয়েক বছর ধরে দৈনিক প্রথম আলো অনলাইন আবাসন মেলার আয়োজন করে আসছে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত অনলাইন আবাসন মেলায় অংশ নিয়ে আবাসন কার্যক্রম নিয়ে নিত্য নতুন কৌশল ও ধারণা উপস্থাপন করায় এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।