আরিফ আজম :
ফেনীর বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মাহবুব-উল হক পেয়ারার (পেয়ারা দাদা) নামে সুইমিং পুলটির নামকরণ হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে অল্প সময়ের মধ্যেই সুইমিং পুলটি আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত করা হবে। এর পাশে একটি পার্ক নির্মাণেরও পরিকল্পনা নেয়া হয়েছে। শনিবার দৈনিক ফেনীর সময় কে এ তথ্য জানাান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। তিনি বলেন, ফেনীর সাংবাদিক, ক্রীড়া সংগঠক সহ সর্বস্তরের মানুষের দাবীর প্রেক্ষিতে সুইমিংপুলটি পেয়ারা দাদার নামেই করা হচ্ছে। ইতিমধ্যে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রেজুলেশন করে ক্রীড়া পরিষদকে প্রস্তাবনা দেয়া হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই নামকরনের অনুমোদন আসবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আন্তরিক প্রচেষ্টায় এ প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে। এদিকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে সুইমিংপুলটি সংস্কার কাজ শেষের পথে। ২০০০ সালের দিকে তৎকালীন আওয়ামীলীগ সরকার প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে শহরের দাউদপুল ব্রীজ সংলগ্ন পেট্টোবাংলা এলাকায় সুইমিংপুলটি নির্মাণ করা হয়। সময়মতো চালু না হওয়ায় এটি একপর্যায়ে মাদকাসক্তদের আড্ডাখানা ও গো-চারণভূমিতে পরিণত হয়। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা এটি সংস্কারের উদ্যোগ নেয়। আমির হোসেন বাহার জানান, সুইমিংপুল সংলগ্ন জায়গায় একটি পার্ক নির্মাণের জন্যও প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনকে






