সদর প্রতিনিধি >>
বহু প্রতিক্ষিত ফেনী সদর উপজেলা যুবলীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কাঙ্খিত পদ পেতে পদ-প্রত্যাশীরা নানা চেষ্টা-তদবীর চালাচ্ছেন। বিশেষ করে শীর্ষ দুটি পদ পেতে সাবেক ছাত্র নেতারা তৎপরতা চালাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জেলার সবকটি ইউনিট পূর্ণগঠন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়েছে। এর অংশ হিসেবে আজ বিকাল ৩ টায় ফেনী পৌরসভা প্রাঙ্গনে সদর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মাহবুবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা যুবলীগের আহবায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন সম্মেলনের উদ্বোধন করবেন। সদর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আফছার আপনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ বি.কম ও সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন। সদর উপজেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদে পরিচালনায় প্রধান বক্তা ও বিশেষ বক্তা থাকবেন জেলা যুগ্ম-আহবায়ক শুসেন চন্দ্র শীল ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
দলীয় সূত্র জানায়, এর আগে ১৯৯৬ সালের ১৪ নভেম্বর সদর উপজেলা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন এডভোকেট নুর হোসেন ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ। পরবর্তীতে নুর হোসেন আওয়ামীলীগে দায়িত্ব নেয়ায় শূন্যপদে ভারপ্রাপ্ত সভাপতি হন নুরুল আলম সাবু। সাবু চারদলীয় জোট সরকার আমলে গ্রেফতার হলে এডভোকেট সৈয়দ আবুল হোসেন তার স্থলাভিষিক্ত হন। এর কিছুদিন পর ২০০৯ সালে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে নুরুল আফসার আপনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। আগামী কমিটির সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসার আপন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মানিক ও পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সদ্য বিদায়ী আহবায়ক মহিউদ্দিন দিদারের নাম বেশ আলোচিত হচ্ছে। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাদারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, লেমুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোমিনুল হক, মোটবী ইউনিয়নের সাবেক আহবায়ক এম ইসমাইল, শর্শদী ইউনিয়নের সাবেক আহবায়ক আজিমুর রহমান আজিম, যুগ্ম-আহবায়ক জানে আলমের নাম শোনা যাচ্ছে। এদের মধ্য থেকে যে কারও সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রাপ্তি অনেকটা নিশ্চিত বলে দলের বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে শীর্ষ দুটি পদের একটিতে নতুন কাউকে এনে ‘ছাত্রলীগের মত’ চমক দেয়া হতে পারে। সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসার আপন বলেন, সম্মেলন আয়োজনে সাজসজ্জা সহ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্পাদনা: আরএইচ







