ফেনীতে আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ ॥ পুলিশের গুলি-আহত ৫ (ভিডিওসহ) • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ ॥ পুলিশের গুলি-আহত ৫ (ভিডিওসহ) • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ ॥ পুলিশের গুলি-আহত ৫ (ভিডিওসহ)

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০১ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৫

নিজস্ব প্রতিািনধি >>
মহসড়কে যানজট ও দূর্ঘটনা এড়াতে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলীতে আড়াই ঘন্টা মহসড়ক অবরোধ করেছে চালক ও মালিকরা। এসময় পুলিশের সাথে অবরোধকারীদের দফায়-দফায় ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়।

feni-Bsl0
পুলিশ-প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে সকাল ১০ টার দিকে ৫০-৬০ জন মালিক-শ্রমিক সড়ক অবরোধ করে। তারা রাস্তায় গাছের গুড়ি ও ড্রাম ফেলে সড়ক অবরোধ করে। অবরোধকারীরা মহাসড়কে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। এতে মহাসড়কে ৪০ কিমি যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের সাথে অবরোধকারীদের দফায়-দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৮০ রাউন্ড গুলি নিক্ষেপ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত ৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফেনী মডেল থানার পরিদর্শত (তদন্ত) শাহিনুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৮০ রাউন্ড গুলি নিক্ষেপ করে। তিনি বলেন, এখন পরিস্থিতি শান্ত।
সম্পাদনা: আরএইচ

ভিডিও

https://youtu.be/6aFx75LVu60

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.