ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার তীব্র যানজট • নতুন ফেনীনতুন ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার তীব্র যানজট • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার তীব্র যানজট

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৫ অপরাহ্ণ, ০৩ সেপ্টেম্বর ২০১৫

শহর প্রতিনিধি>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লার সুয়া গাজীতে কার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। ফলে কুমিল্লা থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এদিকে মহাসড়কে তীব্র যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তায় আটকা পড়েছে নারী, শিশুসহ নানা বয়সী রোর্গী।
হাইয়ে পুলিশের উপ-পরিদর্শক মোবারক হোসেন নতুন ফেনী’কে জানান, মহাসড়কের দূর্ঘটনা ও দু’ পাশে রাস্তার কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাইওয়েপুলিশ,  ট্রাপিকসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাজ করছে। ঘন্টা খানের মধ্যে এ জট কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদনা: আরএইচ/এনইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.