ফেনীতে অবৈধ প্রক্রিয়ায় মোটাতাজাকৃত গরু বাজারজাত প্রতিরোধে জরুরী সভা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে অবৈধ প্রক্রিয়ায় মোটাতাজাকৃত গরু বাজারজাত প্রতিরোধে জরুরী সভা • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে অবৈধ প্রক্রিয়ায় মোটাতাজাকৃত গরু বাজারজাত প্রতিরোধে জরুরী সভা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৫ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৫

শহর প্রতিনিধি>>
ফেনীতে অবৈধ প্রক্রিয়ায় গরু মোটাতাজা করণ চিহ্নিত করে বাজারজাত প্রতিরোধ কল্পে এক জরুরী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলে ফেনী জেলা আওয়ামলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা খানম রুনা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ নুরুল আফসার ও পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক।
সভায় উপজেলা বিভিন্ন হাটে আইনশৃঙ্খলা জোরদার ও অবৈধ পক্রিয়ায় মোটাতাজাকৃত গরু বিক্রি ঠেকাতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.