ফেনী সদরে ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ • নতুন ফেনীনতুন ফেনী ফেনী সদরে ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী সদরে ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৭ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৫

সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ফাজিলপুর ইউনিয়নে শিবপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পল্লী বিদ্যুৎ সমির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সচিব মো. ইলিয়াস চৌধুরী, পরিচালক ইসমাইল হোসেন লিটন, ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক রিপন, ফাজিলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তপন।
ফেনী পল্লী বিদ্যুত সমিতি প্রায় এক কোটি নয় লক্ষ টাকা ব্যয়ে উপজেলার শিবপুর, পূর্ব রাজনগর, তেতৈয়া, মোটবী, উত্তর লক্ষ্মীপুর, মধ্যম লক্ষ্মীপুর, গঙ্গানগর, মীরগঞ্জ, জাহানপুর, জের কাছাড়, জমিরগাঁও, দক্ষিণ কাশিমপুর ও মাইজবাড়িয়াসহ মোট ১৩টি গ্রামের ৫৫৫জন গ্রাহকে সংযোগ প্রদান করে। এর মধ্যে ৫১২টি আবাসিক, ৪০টি বাণিজ্যিক ও ৩টি শিল্প-কারখানায় সংযোগ রয়েছে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.