ফেনীতে ট্রেনে কাটা পড়ে ডা. পিসি বণিক নিহত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ট্রেনে কাটা পড়ে ডা. পিসি বণিক নিহত • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে ডা. পিসি বণিক নিহত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৩ পূর্বাহ্ণ, ১৪ নভেম্বর ২০১৫

শহর প্রতিনিধ>>
ফেনীতে ট্রেনে কাটা পড়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিসি বণিক (৬৩) নিহত হয়েছে। শনিবার ভোরে শহরের সহদেবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্র জনায়, শহরের মাষ্টার পাড়ার বাসা থেকে ওই দিন ভোরে প্রাতভ্রমনে বের হন ডা. পিসি বণিক। এক সময় ঢাকা-চট্টগ্রাম রেল লাইন ধরে হাটার সময় সহদেব পুর এলাকায় চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা ট্রেনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। ডা. পিসি বণিকের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ডা. পিসি বণিক দীর্ঘদিন ফেনী ডায়াবেটিস হাসপাতাল ও শহরের ট্রাংক রোডস্থ জননী মেডিকেলে রোগী দেখে আসছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিকারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশন’র সাধারণ সম্পাদক ডা. সাহেদুল ইসলাম কাওসার।
ফেনী রেলওয়ে স্টেশনস্থ জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.