ফেনীতে স্কুল ভবন, সড়ক ও নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন বিচারপতি রেজা-উল হক • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে স্কুল ভবন, সড়ক ও নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন বিচারপতি রেজা-উল হক • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে স্কুল ভবন, সড়ক ও নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন বিচারপতি রেজা-উল হক

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৩ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন, তিনটি সড়ক ও নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি ড. কাজী রেজা-উল হক। শনিবার বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ নুরুল আলম সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও ফেনী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান।

02
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক নুর নবী হিরা রাজু, ফেনী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী ও মনির আহম্মদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফফার আপন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, সিনিয়র সহসভাপতি মোঃ জামাল ওরফে ছোট জামাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিম, চেয়ারম্যান  মোঃ জহিরুল আলম, ধলিয়া ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতি শেখ ফরিদ স্বপন, সাধারণ সম্পাদক নুরুল আফছার সবুজসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ দিন তিনি বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল ভবন, ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক ও তিনটি ইউনিয়নের ৯টি স্পট ও ২টি গ্রামে ১৩শ’ ২জন গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.