ফেনীতের ৬ সরকারী কর্মকর্তাকে জনপ্রশাসন পদক প্রদান • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতের ৬ সরকারী কর্মকর্তাকে জনপ্রশাসন পদক প্রদান • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতের ৬ সরকারী কর্মকর্তাকে জনপ্রশাসন পদক প্রদান

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৪ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৬

নিজস্ব প্রতিনিধি >>
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় ‘ছনুয়া মডেল’ স্থাপন করায় ফেনীর ৬ সরকারী কর্মকর্তাকে জনপ্রশাসন পুরস্কার প্রদান করেছে সরকার। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তচট্টগ্রাম বিভাগের কমিশানার (সার্বিক) শংকর রঞ্জন সাহা।
জেলা প্রশাসক মো. আমিনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট দেবময় বর্মন, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফা হক, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মুনিরা হক, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনীর সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. হুমায়ুন কবীর খোন্দাকার, ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ও ঢাকা মেট্টো রেল প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ এনামুল হক, ফেনী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, লেমুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ রবীন্দ্র নাথ দত্ত ও  ছনুয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মীর আজম হোসেন’র হাতে ক্রেস্ট, সনদ ও নগদ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.