ফেনীতে প্রথম আলো গণিত উৎসবে অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে প্রথম আলো গণিত উৎসবে অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী • নতুন ফেনী
 ফেনী |
১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে প্রথম আলো গণিত উৎসবে অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৮ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে দৈনিক প্রথম আলো গণিত উৎসবে অংশ নিচ্ছে ফেনী, লক্ষীপুর ও নোয়াখালী জেলার সহস্রাধিক শিক্ষার্থী। ২০ ডিসেম্বর মঙ্গলবার ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে প্রধান অতিথি থেকে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কুমিল্লা ওমেন্স কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন সুমন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, নোয়াখালী সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন, ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন মিলন, ফেনী সরকারী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আমিনুল ইসলাম, ফেনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ উপস্থিত থাকার কথা রয়েছে।
উৎসবে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্যাটাগরির এক হাজার শিক্ষার্থী তাদের নাম নিবন্ধন করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসব চলবে। উৎসবে গণিত বিষয়ে প্রতিযোগীতা (পরীক্ষা) ছাড়াও প্রশ্নোত্তর পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সম্পাদনা: আরএইচ

pradancy-school

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.