সোনাগাজীর এমপি হাজী রহিম উল্লাহর অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীর এমপি হাজী রহিম উল্লাহর অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীর এমপি হাজী রহিম উল্লাহর অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৩ অপরাহ্ণ, ০৩ জানুয়ারি ২০১৭

শহর প্রতিনিধি>>
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ কর্তৃক মুহুরী প্রজেক্ট এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী ও আমিরাবাদ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন (ছোট জামাল)’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বাবু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, ছরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টু, ছরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোন, জেলা পরিষদ সদস্য ওমর ফারুক, শাহিন গণি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়েজুল কবির, স্বেচ্ছা সেবক লীগ ও বিআরডিবির সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোক জন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফেনী মুহুরী প্রজেক্ট এলাকায় স্থানীয় সাংসদ রহিম উল্লাহ’র লোকজন দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এতে করে পাশ্ববর্তী এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলি জমি ও মাছের ঘের। অনতিবিলম্বে তারা প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবী জানান।
সম্পাদনা: আরএইচ

pradancy-school

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.