ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে র‌্যালী • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে র‌্যালী • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবসে র‌্যালী

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৩ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করেছে ফেনী ডায়াবেটিক সমিতি। মঙ্গলবার সকালে ‘পরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম হাতিয়ার’ শ্লোগানে বের হওয়া র‌্যালিটি ফেনী ডায়াবেটিক সমিতির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীতে ফেনী ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি আবদুল মোতালেব, যুগ্ন-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, যুগ্ন-কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী, সদস্য আবু তাহের, মোসলেহ উদ্দিন বাদল হাজারী, আবুল কাসেম, শুকদেব নাথ তপন, মজিবুর রহমান ভূঞা, ফরিদ আহমদ ভূইঁয়া, সমিতির আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাঃ গাজী আবু বকর (অবঃ), হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
র‌্যালীতে ফেনী সরকারী কলেজ, সরকারী জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী জি.এ একাডেমী, রামপুর গালর্স হাই স্কুল, পৌর বালিকা বিদ্যা নিকেতন, ফেনী বালিকা বিদ্যা নিকেতন, ল্যাবরেটরী হাই স্কুল, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল, রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিট।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.