ফেনীতে স্কুল মঞ্চে আগুনের ঘটনায় মামলা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে স্কুল মঞ্চে আগুনের ঘটনায় মামলা • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে স্কুল মঞ্চে আগুনের ঘটনায় মামলা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৭ অপরাহ্ণ, ০৪ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মঞ্চে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্কুলে প্রধান শিক্ষক মো. আবুল হাসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার রাতে স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী মঞ্চে আগুন দেয় দূর্বৃত্বরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার সকালে পুনরায় মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠান শুরু করলেও দুপুর ২টার দিকে মঞ্চের পিছনে কয়েকটি ককটেল হামলা করে অজ্ঞাতরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মেদ চৌধুরীসহ জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকার কথা ছিলো।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরইচ/এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.