ফেনী শহীদ মিনার চত্বরে ‘জয় বাংলা কনসার্ট’ • নতুন ফেনীনতুন ফেনী ফেনী শহীদ মিনার চত্বরে ‘জয় বাংলা কনসার্ট’ • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী শহীদ মিনার চত্বরে ‘জয় বাংলা কনসার্ট’

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১১ পূর্বাহ্ণ, ০৫ মার্চ ২০১৭

নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। ৭মার্চ বিকাল তিনটায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের আয়োজন করছে শহীদ জহির রায়হান মিলনায়তন পুন:প্রতিষ্ঠা মঞ্চ।
ফেনী-২ আসনের সংসদ সদস্যের সহযোগিতায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার ছাড়াও ফেনীর রিভেল ব্যান্ড, লিডিয়ান, সাইলেন্ট রকার, ব্ল্যাক স্টোন, বিবর্ণ, হ্যাভেন্স ডোর, ফেনী’র ঢোল, স্পর্শ, প্রজেক্ট জিরো ওয়ান, ডিভাইন, স্যালেস্টিয়াল, এ্যান্ড অব থিওরি গান পরিবেশন করবেন।
উল্লেখ্য, প্রখ্যাত চলচ্চিত্রকার ও ঔপন্যাসিক শহীদ জহির রায়হানের নাম করণে তাঁর নিজ জেলা শহর ফেনীতে সত্তরের দশকে নির্মিত শহীদ জহির রায়হান মিলনায়তনটি ২০০৮ সালে পুন: নির্মানের অজু হাতে ভেঙ্গে ফেলা হয়। এ নিয়ে দীর্ঘদিন বিচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের পর মিলনায়তনটি পুন: প্রতিষ্ঠার দাবীতে ফেনীর সাংস্কৃতিক, নাট্য ও সাহিত্য কর্মীরা ঐক্যবদ্ধ হন। তারই ধারাবাহিকতায় ‘শহীদ জহির রায়হান হল পুনঃ প্রতিষ্ঠা মঞ্চ’ নানা পালন করে আসছে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.