ফেনীতে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করুন ২৪ মার্চের মধ্যে • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করুন ২৪ মার্চের মধ্যে • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করুন ২৪ মার্চের মধ্যে

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৯ অপরাহ্ণ, ২১ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিনিধি >>
আগামী ২৪ মার্চের মধ্যে ফেনী সদর উপজেলার নাগরিকদের জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে উপজেলা নির্বাচন কমিশন। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত উপজেলা নির্বাচন অফিসার আফরোজা ফারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়,  নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ৩য় পর্যায়ে সকল জেলার সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রনের পর কোন কোন নাগরিকে স্মার্ট জাতীয় পরিচয়ত্রে ভুল আছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, যদিও সারা বছর উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে সংশোধন আবেদন গ্রহনের সুযোগ রয়েছে। এছাড়াও ইতিপূর্বে একাদিকবার জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। তারপরও যাদের জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল আছে কিন্তুু ইতোপূর্বে প্রদত্ত সংশোধনের সুযোগ গ্রহন করেন নাই, তাদেরকে পুনরায় সংশোধনের সুযোগ প্রদান করার সিদ¦ান্ত গৃহীত হয়েছে। সে লক্ষ্যে আপনার এলাকার ভোটারদের জাতীয় পরিচয়পত্রে যাদের তথ্য ভুল আছে তাদেরকে আগামী ২৪ মার্চের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজ পত্রাদিসহ সংশোধন আবেদন রিম্ম স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.