ফেনীতে বিএমএ’র মানববন্ধন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বিএমএ’র মানববন্ধন • নতুন ফেনী
 ফেনী |
১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বিএমএ’র মানববন্ধন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৪ অপরাহ্ণ, ২৫ মে ২০১৭

শহর প্রতিনিধি >>
চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ। বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহা, সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আলম, বিএমএ নেতা ডা. সাইফুর রহমান, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও শহরের ডক্টরর্স রিক্রিয়েশন ক্লাবের সামনে, আধুনিক ফেনী সদর হাসপাতালের সামনে, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে কর্তব্যরত চিকিৎসকরা।

এর আগে ১৭ মে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীকে অসুস্থ অবস্থায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর করে।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.