ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোরা': ফেনীতে ১০ নম্বর মহাবিপদ সংকেত • নতুন ফেনীনতুন ফেনী ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোরা': ফেনীতে ১০ নম্বর মহাবিপদ সংকেত • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’: ফেনীতে ১০ নম্বর মহাবিপদ সংকেত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৩ অপরাহ্ণ, ২৯ মে ২০১৭

নতুন ফেনী ডেস্ক>>
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।  ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার উপকূলের ৩০৫ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘মোরা’ প্রবল ঘূর্নিঝড়ে রূপ নিয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপসমূহেও ১০ নম্বর মহা বিপদ সংকেত জারি করা হয়েছে। সেই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে আট নম্বর মহা বিপদ সংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর সাত নম্বর বিপদ সংকেত জারি করার পর উপকূলের বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সারাদেশে নৌ-চলাচল বন্ধ রয়েছে।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.