‘আলোকিত সোনাগাজী’ ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ • নতুন ফেনীনতুন ফেনী ‘আলোকিত সোনাগাজী’ ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘আলোকিত সোনাগাজী’ ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৮ অপরাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সোনাগাজীর আয়োজনে ও আলোকিত সোনাগাজী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৫ম আলোকিত সোনাগাজী ভাষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

আলোকিত সোনাগাজীর সম্পাদক শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিনহাজুর রহমান, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, ফেনী জেলা পরিষদের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মোমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, বগাদানা ইউপি মো: ইসহাক খোকন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আলোকিত সোনাগাজী ভাষা প্রতিযোগিতার আহবায়ক মোতাহের হোসেন ইমরান।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক বেল্লাল হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান- সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলোকিত সোনাগাজী ৫ম ভাষা প্রতিযোগিতায় সোনাগাজী উপজেলার ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে তারমধ্যে ১৩০ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়। এছাড়াও ভাল ফলাফল অর্জনকারী ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদনা: আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.