ফেনীতে জাতীয় যুব দিবস পালিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে জাতীয় যুব দিবস পালিত • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে জাতীয় যুব দিবস পালিত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৮ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন আয়োজনের মাধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন চৌধুরী, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর ওয়াহাব সরকার,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আহমেদ কবির মজুমদার, ফেডারেশন অব এনজিওস ইন ফেনীর সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু,ব্র্যাকের ফেনী প্রতিনিধি অরুণ চন্দ্র দাস।

অনুষ্ঠানে জাতীয় যুব কল্যান তহবিল অনুদান থেকে চারটি সংগঠনকে এক লক্ষ বিশ হাজার টাকা, দুইজন শ্রেষ্ঠ যুব উদ্যোক্তাকে সম্মাননা স্মারক,চারজন প্রশিক্ষনার্থী যুব ও যুবার মাঝে প্রায় সাড়ে তিন লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয় এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
সম্পাদনা: আরএইচ/এসএএস

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.