ফেনীতে ৩ শতাধিক রোগীকে ছানী অপারেশন করবে লায়ন্স ক্লাব • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ৩ শতাধিক রোগীকে ছানী অপারেশন করবে লায়ন্স ক্লাব • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ৩ শতাধিক রোগীকে ছানী অপারেশন করবে লায়ন্স ক্লাব

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩০ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করবে লায়ন্স ক্লাব। শুক্রবার ফেনী শিশু নিকেতন স্কুলে এক হাজার ৮শ’রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ৩ শ’ ২০ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।

লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট লায়ন এম মহিউদ্দিন মাহীর সভাপতিত্বে ও লায়ন মোর্শেদ হোসেনের সঞ্চালনায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর সেকেন্ড ভাইস গর্ভনর লায়ন মোবারক হোসেন, ডিস্টিক্ট কেবিনেট সেক্রেটারী সফিউল আলম, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. রুহুল আমিন ভূঁইয়া ও চক্ষু চিকিৎসা শিবির চেয়ারম্যান লায়ন ওমর ফারুক ভূইয়া বেলাল, জোন চেয়ারপার্সন লায়ন শাহ আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ফেনী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোজাম্মেল হক বাবুল, ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন দিল আফরোজ, লায়ন মনোয়ারা বেগম রানী, লায়ন এ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, লায়ন সাহেদ উদ্দিন মিল্লাত, লায়ন মুহাম্মদ আবু তাহের ভূইয়া, লায়ন প্রিতিমিয় পোদ্দার, লায়ন বোরহান উদ্দিন ভূইয়া, লায়ন এ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন এ কে এম রফিকুল হক নিপু, লায়ন প্রফেসর আইরিন হোসেন, লায়ন জহিরুল ইসলাম সফি, লায়ন প্রার্থ প্রতিম মজুমদার, লায়ন আবু সুফিয়ান, লায়ন হাজি সহিদুল আলম ভূইয়া, লায়ন জসিম উদ্দিন, লায়ন আনোয়ারুল হক নিজাম, লায়ন জাফর আহম্মদ ভূইয়া, লায়ন আবদুর রহমান সুজন, ফেনী লিও ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট লিও নাজমুল হক শামীম, লিও আবদুল কাইউম, লিও সৈয়দ রইসুল ইসলাম রিমন, লিও আবদুল আলিম, লিও আবুল কালাম আজাদ ও ফেনী লিও ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লিও মো. হোসাইন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট মীর হোসেন মাসুদ, সেক্রেটারী লিও ওয়াসিমসহ লায়ন ও লিও নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানী অপারেশন ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্ণর কাজি সাইফুল ইসলাম সোহেল এমবিএ এমজেএফ ।

আন্তর্জাতিক সেব সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আওয়তাধীন ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবিরে ঢাকাস্থ লায়ন্স আই হাসপাতালের পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপি এক হাজার আট শত রোগীকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষধ প্রদান করে। এসব রোগীদের মধ্যে প্রায় ৩ শতাধিক দুঃস্থ রোগীকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়। চিকিৎসকরা এদের মধ্যে তিন শত বিশ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করেন। এসব রোগীদের আগামী সপ্তাহে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.