ফেনীতে দু’জনকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে দু’জনকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে দু’জনকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৯ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে পৃথক অভিযান চালিয়ে দুই জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে শহরের পশ্চিম রামপুরের জমাদ্দার বাড়ির মো: ইসমাইলকে (৪৫) ১৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

একই দিন শহরের ট্রাংক রোডস্থ চৌধুরি প্লাজায় মোবাইল দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে এক ব্যক্তির নামে রেজিষ্ট্রেশন হওয়া সীম অপরের কাছে বিক্রির দায়ে বিক্রেতা মাইন উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমানসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.