‘৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল’ • নতুন ফেনীনতুন ফেনী ‘৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল’ • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল’

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৭ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৩০ অক্টোবরের পর যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে। তারপর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’ তবে তফসিল ঠিক কবে ঘোষণা করা হবে তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সংসদ নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিডিগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেখানে এগুলো মুদ্রণ হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রের খসড়াও চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।
সম্পাদনা: আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.