সোনাগাজীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০১ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০১৮

সোনাগাজী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে ৃবিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসহাক খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মমিন, প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা স্কাউটস এর সম্পাদক বেল্লাল হোসেন, সোনাগাজী মো: ছাবের সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন।

ফাইনালে চরচান্দিয়া ইউনিয়ন বনাম চরমজলিশপুর ইউনিয়নের মধ্যকার খেলায় চরচান্দিয়া ইউনিয়ন ৩-০ গোলে জয়লাভ করেছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সোনাগাজীতে ৯টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১০টি দল অংশগ্রহন করে।
সম্পাদনা: আরএইচ/এইইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.