চলতি মাসেই ফেনী কারাগার উদ্বোধন • নতুন ফেনীনতুন ফেনী চলতি মাসেই ফেনী কারাগার উদ্বোধন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চলতি মাসেই ফেনী কারাগার উদ্বোধন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪১ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০১৮

চলতি মাসেই নবনির্মিত ফেনী জেলা কারাগার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মাসেই নবনির্মিত কারাগার উদ্বোধন করবেন। আশা করি ১৭ অক্টোবরের মধ্যে এটি উদ্বোধন হবে।

 এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুর নেচা শিউলি, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গীটার প্রমুখ।

কারাগার সূত্র জানায়, ১৯৯৬ সালে শহরতলীর কাজিরবাগ মৌজায় সাড়ে ৭ একর জায়গায় সুপরিসরে নতুন জেলা কারাগার নির্মাণ কাজ শুরু হয়। ৩৭ কোটি টাকা ব্যয়ে ১৬টি ভবন নির্মিত হয়েছে। শহরের বর্তমান কারাগারে ১৭২ জন বন্দী ধারণক্ষমতা থাকলেও নতুন কারাগারে ৩৫০ জনের ধারণক্ষমতা রয়েছে। ১৮৭৬ সালে ফেনী মহকুমা হওয়ার পর শহরের কেন্দ্রস্থল রাজাঝির দিঘীর দক্ষিণ পূর্বকোনে বাঁশের বেড়া দিয়ে ফেনীতে প্রথম হাজতখানা স্থাপিত হয়।

এবিষয়ে জেলা কারা সুপার রফিকুল কাদের জানান, নবনির্মিত কারাগার উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। নতুন কারাগার স্থানান্তর হলে বন্দীদের দুর্ভোগ লাগব হবে। বর্তমানে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।
সম্পাদনা: আরইচ/ এফএস

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.