ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণে কলেজ ছাত্র দগ্ধ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণে কলেজ ছাত্র দগ্ধ • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণে কলেজ ছাত্র দগ্ধ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৭ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০১৮

ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে ঢাকা মেডিকেলের বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের নানা আবদুর রাজ্জাক।

তিনি আরো জানান, বাবা সুমন মজুমদানকে নিতে ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নীল মজুমদার ফেনী শহর তলীর চাড়ীপুর এলাকার আমিন মিয়ার বাড়িতে আসে। শনিবার বিকালে নানার বাড়ীর শয়ন কক্ষে মোবাইল হ্যান্ডসেট চার্জ দিয়ে ঘুমোতে যায়। এসময় ঘরের লাইট বন্ধ করতে অন্য একটি সুইচ চাপ দিলে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ধরে আসবাবপত্র ও কাপড়চোপড়সহ সপ্নীল মজুমদারের শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নয়ত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ফেনী ফায়ার ষ্টশানের ইনচার্জ কবির আহম্মদ জানান, আগুন লাগার তাৎক্ষনিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল হ্যান্ড সেট ক্ষত বিক্ষত ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোবাইল বিস্ফোরণেই স্বপ্নীল দগ্ধ হয় ।
সম্পাদনা: আরএইচ/এনজেচি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.