ফেনীতে কোন প্রার্থী কত ভোট পেলেন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে কোন প্রার্থী কত ভোট পেলেন • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে কোন প্রার্থী কত ভোট পেলেন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৮ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন দলের ২৫ প্রার্থী অংশ নেয়। রবিবার জেলার তিনটি আসনের ৩শ’ ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন মো. ওয়াহিদুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

জেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) মহাজোট প্রার্থী জাসদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শিরীন আক্তার (নৌকা) ২ লাখ ৪ হাজার ২শ’ ৫৬, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু (ধানের শীষ) ২৫ হাজার ৪শ’ ৯৪, জেলা আওয়ামীলীগের সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ (আপেল) ২ হাজার ৮শ’ ৬৪, বাংলাদেশর খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্যাহ ভূঞা (বটগাছ) ২শ’ ১৮, গণফোরাম প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরী (সূর্য) ১শ’ ৪০, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী শাহরিয়ার ইকবাল (টেলিভিশন) ২শ’ ৪৬, ইসলামী আন্দোলন প্রার্থী কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা) ২ হাজার ৬শ’ ২২, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী কাজী মাওলানা নুরুল আলম (মোমবাতি) ৫শ’ ৩৮ ও বাংলাদেশ মুসলিমলীগ প্রার্থী তারেকুল ইসলাম (হারিকেন) ৩শ’ ৪ ভোটপেয়েছেন।

ফেনী-২ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী (নৌকা) ২ লাখ ৯০ হাজার ৬শ’ ৬৮, সাবেক সংসদ সদস্য খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি (ধানের শীষ) ৫ হাজার ৭শ’ ৮৪। ইসলামী আন্দোলন প্রার্থী নুরুল করিম বেলালী (হাতপাখা) ২ হাজার ৭শ’ ৩৩, জাকের পাটির্র প্রার্থী নজরুল ইসলাম (গোলাপফুল) ১ হাজার ৫শ’ ৫৫, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি প্রার্থী জসিম উদ্দিন (কোদাল) ৪শ’ ৮৩ ভোট পেয়েছেন।

একইভাবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মহাজোট মনোনিতক জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল) ২ লাখ ৯০ হাজার ২শ’ ১১, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন (ধানের শীষ) ১৫ হাজার৬৭, স্বতন্ত্র কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার (আপেল) ১ হাজার ৮শ’ ৪১ ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত (নোঙ্গর) ১শ’ ৭৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী হারাধন চক্রবর্তী (মই) ২শ’ ৩৮, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী শাহরিয়ার ইকবাল (টেলিভিশন) ৮৯, ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রাজ্জাক (হাতপাখা) ২ হাজার ৯শ’ ২৫, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) প্রার্থী গোলাম হোসেন (বাঘ) ৬শ’ ৫১ ও ইসলামিট ফ্রন্ট প্রার্থী মো. মাঈন উদ্দিন (চেয়ার) ৩ হাজার ৭৮, আনোয়রুল কবীর (রিন্টু আনোয়ার) (মোটর গাড়ী) ২শ’ ৯০, হাসান আহাম্মদ (সিংহ) ১ হাজার ৩শ’ ২৭ ভোট পেয়েছে।
সম্পাদনা: আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.