ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩০ অপরাহ্ণ, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

ফেনীতে ২ লাখ ৩৫ হাজার ১শ’ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

এসময় জেলা সিভিল সার্জন হাসান শাহিরয়ার কবির, বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঁইয়া কাউসার, ফেনী সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ফেনী পৌরসভার মেডিকেল কর্মকর্তা কৃষ্ণপদ সাহা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা রুবাইয়াত বিন করিম, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সানজিদা আক্তার, ফেনী সিএস কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মো. চৌধুরী, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি মো. মিজানুর রহমান।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় জানাচ্ছে, ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৯শ’ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ আট হাজার ২শ’ জন শিশুকে টিকা খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ১০৫টি অস্থায়ী ও ২৪টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ২০০ জন এফডাবিøউওকর্মী, ১০৮ জন স্বাস্থ্য সহকারী, ৪২ জন এএইচআই, ১২ জন এইচআই, ৬ জন ভ্যাকসিনেটর, দুই হাজার ২৪২ জন স্বেচ্ছাসেবক এ সেবায় নিয়োজিত রয়েছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি/ডিটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.