ফেনীতে মাদক ব্যবসায়ীর আড়াই বছর কারাদন্ড • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে মাদক ব্যবসায়ীর আড়াই বছর কারাদন্ড • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে মাদক ব্যবসায়ীর আড়াই বছর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৯ অপরাহ্ণ, ০৫ মে ২০১৯

ফেনীতে মাদক ব্যবসায়ীর আব্দুল মান্নান (৩০) নামে একজনের আড়াই বছর কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালত এ আদেশ দেন।

ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেন, ২০১৪ সালের ২৮ মে ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের শাহ আলম টাওয়ার থেকে ৪০ পিস ইয়াবাসহ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে আব্দুল মান্নানকে আটক করেন ফেনী মডেল থানার এসআই মেজবাহ উদ্দিন। একই দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন তিনি।

পরে এ ঘটনায় আদালতে আবদুল মান্নানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন একই থানার এসআই মহিউদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ (রবিবার) আদালত অভিযুক্ত মান্নানকে ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালতে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.