ফেনীতে এ্যানেসথেসিয়া দিবস পালিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে এ্যানেসথেসিয়া দিবস পালিত • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে এ্যানেসথেসিয়া দিবস পালিত

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৪ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০১৯

ফেনীতে এ্যানেসথেশিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ও ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡¡াবধায়ক ডা. মো. নিয়াতুজ্জামান।

‘নিরাপদ অপারেশান নিরাপদ রোগী’ এ প্রতিপাদ্য নিয়ে সোসাইটি অব এ্যানেসথেসিওলজিষ্ট ফেনী শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে ফেনী ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনেসথেলিস্ট প্রফেসর ডা. মোজ্জামেল হক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. রোকসানা বেগম স্বপ্না, সিনিয়র সার্জারী বিষেশজ্ঞ ডা. মো কামরুজ্জামান, এনেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল-মামুন, ডা. মনির আহম্মদ।

এ সময় ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারী, ডা. মোবারক হোসেন, ডা. আবদুল মতিন, ডা. আনোয়ার হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের হেলথ এডুকেটর মো. মোমিনুল ইসলাম, সোসাইটি অব এ্যানেসথেলিজিষ্ট ফেনী শাখার যুগ্ম আহবায়ক ডা. কামরুজ্জামান জিকু, সদস্য সচিব ডা. নাজমুল হকসহ কর্মকর্তা ও সেবিকারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা বক্তারা বলেন, অচেতন হওয়ার আগে সচেতন হোন। কারণ দক্ষ ও যোগ্য ব্যক্তি আপনাকে অচেতন করছে কিনা? আপনি আবার চেতনা ফিরে পাবেন কিনা? সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া সকল প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে লাইসেন্স দেয়ার ক্ষেত্রে সকল এ্যানেসথেশিয়ার যন্ত্রপাতি ও দক্ষ লোকবল আছে কিনা সেটি গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ জানান।

অনুষ্ঠানে কেক কেটে এ্যানেসথেশিয়া দিবস পালন করেন অতিথিবৃন্দ।

সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.