বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় পরশুরামে জরিমানা • নতুন ফেনীনতুন ফেনী বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় পরশুরামে জরিমানা • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় পরশুরামে জরিমানা

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ অপরাহ্ণ, ২৮ অক্টোবর ২০১৯

পরশুরামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ও দোাকনে মূল্য তালিকা না থাকায় ৩ মুদি দোকানীর জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা । সোমবার (২৮ অক্টোবর) সকালে বাজারে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি জানান, পরশুরাম বাজারে পেঁয়াজের মূল্যের অসামঞ্জস্যতা থাকায় অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না থাকায় ও চড়া দামে পেঁয়াজ বিক্রি করায় ৩টি মুদি দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশসহ পেঁয়াজের বড়ো সরবরাহকারী রাজ্যগুলোতে বন্যা হওয়ায় পেঁয়াজের উৎপাদন কমে গেছে। ফলে ভারত তাদের পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে দিয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে দেশের বাজারে। গত দুই মাসের ব্যবধানে দুই দফায় এই মূল্য বাড়িয়ে বর্তমানে প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ ডলার। দুই মাস আগে ব্যবসায়ীরা প্রতি টন পেঁয়াজ ৩৫০ থেকে ৪০০ ডলারে আমদানি করত। এছাড়া এক বছর আগে ভারত থেকে প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য ছিল ১৫০ থেকে ২০০ ডলার।

সম্পাদনা:আরএইচ/এসএএফ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.