ফেনী প্রেসক্লাবের সভাপতি তাহের, আরিফ সম্পাদক • নতুন ফেনীনতুন ফেনী ফেনী প্রেসক্লাবের সভাপতি তাহের, আরিফ সম্পাদক • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী প্রেসক্লাবের সভাপতি তাহের, আরিফ সম্পাদক

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৯ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০১৯

ফেনী প্রেস ক্লাবের ২০২০ সালের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে ফেনী প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেলে’র সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিনা প্রতিদ্বন্ধিতায় মুহাম্মদ আবু তাহের ভুইয়া কে (ডেইলি অবজারভার) সভাপতি ও মুহাম্মদ আরিফুর রহমানকে (যমুনা টিভি) সাধারণ সম্পাদক ও অপরাপর পদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি কামাল উদ্দিন ভূঞা (সাপ্তাহিক ফেনীর গৌরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন (দ্য ডেইলী সান), দপ্তর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ ২৪)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- নুরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), মীর হোসেন মীরু (সাপ্তাহিক ফেনী বার্তা), আবু তাহের (দৈনিক প্রথম আলো), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), রবিউল হক রবি (চ্যানেল আই,), শওকত মাহমুদ (বিটিভি)।

সাধারণ পরিষদ সদস্যরা হলেন- জমির উদ্দিন বেগ (বাংলাদেশ প্রতিদিন), মাইনুল রাসেল (এসএ টিভি), নাজমুল হক শামীম (দৈনিক মানবজমিন), নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি)। এছাড়া সভায় আতিয়ার সজল (সময় টিভি), শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), রাশেদুল হাসান (দৈনিক দেশ রুপান্তর) কে সাধারণ পরিষদে নতুন সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহযোগী সদস্য সৌরভ পাটোয়ারী (দৈনিক বাংলাদেশের খবর), এম. এমরান পাটোয়ারী (দৈনিক আমাদের নতুন সময়), মোস্তফা কামাল বুলবুল (সাপ্তাহিক ফেনী টাইমস), শাবিহ মাহমুদ (দৈনিক সংবাদ), আমজাদুর রহমান রুবেল (সাপ্তাহিক ফেনী সমাচার), সুরঞ্জিত নাগ (দৈনিক ভোরের ডাক), শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক অজেয় বাংলা), জুলহাস তালুকদার (সময় টিভি), দুলাল তালুকদার (ডিবিসি), মীর হোসেন রাসেল (সময় টিভি), সোলায়মান হাজারী ডালিম (বাংলা নিউজ ২৪ ডট কম), মো. সায়েম (সাপ্তাহিক হকার্স)।

একই দিন ৩১ ডিসেম্বর নব নির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। এদিকে সভায় প্রয়াত সাংবাদিক খলিলুর রহমান ও জিয়া হায়দার স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব করেন ক্লাবের সভাপতি, পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক কামাল উদ্দিন ভূঞা।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.