ফেনীতে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৯ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২০

ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষি জমির মাটি কাটার দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন মাস্টার পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি কাটার সাথে সংশ্লিষ্ট ১টি স্ক্যাভ্যাটর ও ৫টি মাটি বহনকারী ট্রাক্টরসহ এবং ৮ শ্রমিককে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত জানায়, বেশ কিছুদিন যাবত ফেনীর বিভিন্ন এলাকায় কৃষি জমির উপরীভাগের মাটি কেটে নিচ্ছে ইটভাটা সংশ্লিষ্টরা। এতে করে জমির প্রকার পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস ও ফসল উৎপাদনে বিরুপ প্রভাব পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি জমির মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দুধমুখা বাজার সংলগ্ন এলাকায় কৃষি জমির মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ী রামনগর এলাকার মোজাম্মেল হোসেন ও মো. ছুফিয়ানকে ৯০ হাজার টাকা জরিমানা এবং জমির মালিক পক্ষের এনায়েতনগর এলাকার ইলিয়াছ পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ঘটনাস্থল থেকে ১টি স্ক্যাভ্যাটর ও ৫টি মাটি বহনকারী ট্রাক্টরসহ এ কাজে জড়িত ৮ শ্রমিককে আটক করা হয়।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.