ফেনীতেও এসএসসি-সমমান পরীক্ষা শুরু • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতেও এসএসসি-সমমান পরীক্ষা শুরু • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতেও এসএসসি-সমমান পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৭ পূর্বাহ্ণ, ০৩ ফেব্রুয়ারি ২০২০

সারা দেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষায় শুরু হয়েছে। সোমবার সকাল দশটায় এসএসসিতে বাংলা আবশ্যিক ও দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়।

এবার জেলার ৬টি উপজেলার ৩৫টি কেন্দ্রে ২৯৫টি প্রতিষ্ঠানে ১৯ হাজার ৩৬২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এসএসসিতে ১৯টি কেন্দ্রে ১৭৭টি বিদ্যালয় থেকে ১৩ হাজার ৭৮১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। একই ভাবে দাখিলে ৯টি কেন্দ্রে ১০১টি মাদরাসার ৪ হাজার ৬শ ৬৬ শিক্ষার্থী, এসএসসি ভোকেশনালে ৬টি কেন্দ্রে ৮টি বিদ্যালয়ের ৮শ ৮৩ শিক্ষার্থী এবং দাখিল ভোকেশনালের ১টি কেন্দ্রে ৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

এর মধ্যে এসএসসিতে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫শ ৯৭ শিক্ষার্থী, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭শ ৬২ শিক্ষার্থী, ফেনী গালস ক্যাডেট কলেজ কেন্দ্রে ৫৫ শিক্ষার্থী, ফাজিলপুর ডবিøউবি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ ৬৯ শিক্ষার্থী, শরীষাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ ১৪ শিক্ষার্থী, ধলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৫২ শিক্ষার্থী, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৪শ ৯ শিক্ষার্থী, পরশুরাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ২৫ শিক্ষার্থী, ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৬ শিক্ষার্থী, আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে ৬শ ২৬ শিক্ষার্থী, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৯৭ শিক্ষার্থী, সোনাগাজী মোহাম্মদ সাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪শ ২১ শিক্ষার্থী, বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে ৬শ ২১ শিক্ষার্থী, ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ৩শ ২৪ শিক্ষার্থী, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ২শ ৪৩ শিক্ষার্থী, দাগনভূঞা আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৭শ ৩৩ শিক্ষার্থী, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে ৬শ ২১ শিক্ষার্থী, সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ে ৪শ ৩২ শিক্ষার্থী ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯শ ৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এসএসসি ভোকেশনালে ফেনী টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩শ ৬৩ শিক্ষার্থী, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮ শিক্ষার্থী, পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭ শিক্ষার্থী, ফাজিলপুর ডবিøউবি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১ শিক্ষার্থী, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৫০ শিক্ষার্থী ও সোনাগাজীর মোহাম্মদ সাবের আহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২শ ১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

দাখিলে ফেনী আলীয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৯শ ৫০ শিক্ষার্থী, আরএম হাট কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ১৯ শিক্ষার্থী, ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৯শ ৩৮ শিক্ষার্থী, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ২৬ শিক্ষার্থী, দাগনভূয়া আজিজিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৫শ ৬১ শিক্ষার্থী, কোরাইশমুন্সি আলীম মাদরাসা কেন্দ্রে ৩শ ৭৬ শিক্ষার্থী, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ২শ ৮৮ শিক্ষার্থী, বক্তারমুন্সি ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ৩শ ৬৩ শিক্ষার্থী ও গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩শ ৪৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এছাড়াও দাখিল ভোকেশনালে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর ইসকান্দারিয়া সুন্নিয়া মাদরাসা ৩২ শিক্ষার্থী অংশ নেবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনের যাবতীয় প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনে কেন্দ্রের আশে পাশে ১৪৪ ধারা জারিসহ পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৮টি ভিজিলেন্স টীম, প্রত্যেক কেন্দ্রে ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টীম ও প্রত্যেক কেন্দ্রের জন্য ১জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.