নোয়াখালীতে মাদক ছেড়েছে ২৭জন মাদক ব্যবসায়ী • নতুন ফেনীনতুন ফেনী নোয়াখালীতে মাদক ছেড়েছে ২৭জন মাদক ব্যবসায়ী • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাদক ছেড়েছে ২৭জন মাদক ব্যবসায়ী

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪০ অপরাহ্ণ, ১০ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিভিন্ন ধাপে ২৭জন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশায় মাদক ব্যবসা ছেড়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ (পিপিএম) ও জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর’র হাতে ফুল দিয়ে ওই মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।

সোমবার  উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট ও থানারহাট ঈদগা মাঠে এ উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী সভায় অতিথিদের হাতে ফুল দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দেয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগজাই মার্মা প্রমূখ ।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, আগামী ২১ ফেব্রæয়ারি পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে জয়াগ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়। এই ইউনিয়নকে অতিশীঘ্রই মাদকমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হবে।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.