‘কাট-কপি-পেস্ট’ জনকের মৃত্যু • নতুন ফেনীনতুন ফেনী ‘কাট-কপি-পেস্ট’ জনকের মৃত্যু • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘কাট-কপি-পেস্ট’ জনকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কআন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৭ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০২০

‘কপি’, ‘কাট’ এবং ‘পেস্ট’ কমান্ড তৈরি করা প্রযুক্তিবিদ ল্যারি টেসলার মারা গেছেন। ৭৪ বছর বয়সী এই বর্ষীয়ান কম্পিউটারবিদ ১৯৬০ সালের দিকে সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন।

কর্মজীবনের অনেকটা সময় জেরক্সে পার করেছেন ল্যারি। তার মৃত্যুতে এই কোম্পানিটি শোক প্রকাশ করেছে। টুইটে তারা লিখেছে, ‘কাট/কপি এবং পেস্ট, ফাউন্ড এবং রিপ্লেসের উদ্ভাবক ছিলেন ল্যারি টেসলার। তিনি জেরক্সের সাবেক গবেষক। যুগান্তকারী আইডিয়া দিয়ে মানুষের কর্মজীবনকে সহজ করা এই প্রযুক্তিবিদের মৃত্যুতে আমরা শোকাহত।’

টেসলার ১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেন। পড়াশোনা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। স্নাতক শেষের পর তিনি ইউজার ইন্টারফেস ডিজাইনে দক্ষতা অর্জন করেন। তার কারণেই কম্পিউটার পদ্ধতি সাধারণ মানুষের কাজে আরও সহজ হয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে টেলসার জেরক্স ছাড়াও অ্যাপলে চাকরি করেছেন। স্টিভ জবস তাকে রীতিমতো ‘ছিনতাই’ করে অ্যাপলে নিয়ে আসেন। ১৭ বছর ছিলেন এখানে। অ্যাপল ছাড়ার পর শিক্ষা বিষয়ক স্টার্ট-আপ তৈরি করেন। কিছুদিনের জন্য অ্যামাজন এবং ইয়াহুয়ের সঙ্গেও কাজ করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.